সংকর ধাতু পিতলের উপাদান হল__
1. তামা ও টিন
2. তামা ও দস্তা
3. তামা ও সীসা
4. তামা ও নিকেল
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
1. তরল পদার্থ
2. বায়বীয় পদার্থ
3. নরম পদার্থ
4. কঠিন পদার্থ
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ__
1. কম হয়
2. বেশি হয়
3. একই হয়
4. খুব কম হয়
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো__
1. দর্পণ এর কাজ করেন
2. প্রিজম এর কাজ করে
3. লেন্সের কাজ করে
4. আতশি কাচের কাজ করে
পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ__
1. ৫ লিটার
2. ৭ লিটার
3. ৮ লিটার
4. ১০ লিটার
জেনেটিক কোডের আবিষ্কারক কে?
1. ডঃ এম শামীম খান
2. জোহানসন
3. ডঃ খোরানা
4. ডঃ রোনাল্ড রস
মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?
1. ৫ প্রকার
2. ৪ প্রকার
3. ২ প্রকার
4. ৩ প্রকার
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি__
1. কমে
2. বাড়ে
3. প্রথমে বাড়ে পরে কমে
4. অপরিবর্তিত থাকে
কোন বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন__
1. ১০০ নিউটন
2. ৯.৮ নিউটন
3. ১০ নিউটন
4. ৯৮ নিউটন
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক-
1. ১০০ কোটি বছর আগে
2. দশ লক্ষ বছর আগে
3. ১০ কোটি বছর আগে
4. এক কোটি বছর আগে